খালেদার অভিযোগ গঠনের শুনানির নতুন দিন নির্ধারণ


মানহানির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আগামী ৩ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন।

‘ভুয়া’ জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার পৃথক মামলায় আজ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় তার পক্ষের আইনজীবী সময় বাড়ানোর আবেদন করলে আদালত মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। তবে, মামলায় জিয়াউর রহমান মৃত মর্মে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

অন্যদিকে ‘ভুয়া’ জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

[১] [২] [৩]