স্মার্ট বাংলাদেশের রাস্তাও হতে হবে স্মার্ট : সড়ক পরিবহন মন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ১:০৭ অপরাহ্ণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কমলাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের পাতাল রেল হবে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের রাস্তাও হতে হবে স্মার্ট। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। সড়কে পরিবহন চলাচলে শৃঙ্খলা না আনতে পারলে স্মার্ট সড়ক সম্ভব নয়।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের ৫০টি জেলায় উন্নয়ন করা ১০০ মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের অবকাঠামো নির্মাণে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। কেননা, এখন মূল লক্ষ্য মানুষ বাঁচানো। কাজগুলো একটু ধীরে চলবে।

সেতুমন্ত্রী বলেন, এমআরটি লাইন-৬ (উত্তরা-মতিঝিল) ২০২৩ এর শেষ নাগাদ সম্পূর্ণরূপে চালু করা সম্ভব হবে।

এর আগে গত ৭ নভেম্বর দেশের ২৫টি জেলায় নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ১০০ সেতু নির্মাণে অনেক চ্যালেঞ্জ ছিল, তবে সেসব অতিক্রম করেছে সরকার।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...