জাবিতে বাংলা বিভাগের সুবর্ণজয়ন্তী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ৬:২৩ পূর্বাহ্ণ

‘বাংলার বুকে সমবেত সুখে’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সুবর্ণজয়ন্তী মহাসমারোহে পালিত হয়েছে। শুক্রবার( ৩০ ডিসেম্বর) সকালে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, বাংলা সাহিত্য, সংস্কৃতির চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে এ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান সর্বজনবিদিত। শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে তারা সুনাম অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের খ্যাতির প্রসারে তাদের অবদান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। উদ্বোধনী ভাষণের পর উপাচার্য বাংলা বিভাগের সামনে মহুয়া তলায় নবনির্মিত মহুয়া চত্বর উদ্বোধন করেন। এ সময় তিনি বাংলা বিভাগের ওয়েবসাইটও উদ্বোধন করেন।

এ সময় কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। দিনব্যাপী উৎসবে স্মৃতিচারণ, সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি অনুষ্ঠিত হয়। এর আগে গত ১১ নভেম্বর অধ্যাপক ড. মো. নূরুল আলম সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...