৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাপার বর্ণাঢ্য শোভাযাত্রা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ

দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। রবিবার (১ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির নেতৃত্বে শোভাযাত্রাটি জিপিও মোড় থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, বিজয় নগর, কাকরাইল, শিল্পকলা একাডেমি হয়ে রাজস্ব ভবনের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলীর বিভিন্ন ওর্য়াড ও ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় এরশাদ, রওশন এরশাদ, জিএম কাদের, বাবলার ছবি সম্বলিত হাজারো রং বেরংয়ের ফেস্টুন, বিশাল আকৃতির লাঙল কাধে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে হাজরো নেতাকর্মী নেচে গেয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে পুরো এলাকাজুড়ে।

শোভাযাত্রা শুরুর আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আজ জাতীয় পার্টির পরিবারের সকল সদস্যের আনন্দের দিন। নতুন শপথে এগিয়ে চলার দিন, নবজাগরণের দিন। জাতীয় পার্টি মানেই এরশাদ পরিবার, লাঙলের পরিবার। আমাদের মাতৃতুল্য বেগম রওশন এরশাদের আর্শীবাদ নিয়ে আমাদের সুযোগ্য চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে এরশাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় পার্টি গণজাগরণ গড়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ইসলামি মূল্যবোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে।

এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাউসার আহমেদ , সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা ও কদমতলী থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজল।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...