শুল্ক ফাঁকি দিয়ে আনা ২২ কোটি টাকার শাড়ি জব্দ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩, ৭:০৫ অপরাহ্ণ

শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২২ কোটি টাকার ভারতীয় শাড়ি কাপড় ভোলার মেঘনা নদী থেকে জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ভোরে ভোলা সদরের তুলাতলি সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি বেইস ভোলা একটি বিশেষ অভিযান চালায়।

এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেন। কিন্তু বোটটি না থেমে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বোটটির গতিরোধ করতে ৪ রাউন্ড ফাঁকা গুলি করা হলে পাচারকারীরা বোটটিকে চরের পাশে রেখে পালিয়ে যায়।

এরপর এফ বি আবিদ নামক বোটটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা ১৭ হাজার ৮২৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, ১৬৬ পিস থ্রি পিস ও ৬ হাজার ৪৪২পিস মেডিকেল আইটেম জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান আরও বলেন, জব্দ মালামাল ও বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...