ভারত থেকে বাংলাদেশে আসবে জ্বালানি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩, ৭:৫০ পূর্বাহ্ণ

ভারত থেকে ফেব্রুয়ারিতে পাইপলাইনের মাধ্যমে তেল আসছে বাংলাদেশে। ৩৭৭ কোটি রুপি ব্যয়ে নির্মিত ১৩০ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপলাইন (আইবিএফপিএল) ফেব্রুয়ারিতে চালু হতে পারে। এই পাইপলাইনের মাধ্যমেই ভারত থেকে বাংলাদেশে তেল আসবে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

ভারতের সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ভারতের মালিকানাধীন সংস্থা নুমালিগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) বিপণন টার্মিনাল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পার্বতীপুর ডিপোতে এ জ্বালানি তেল আসবে।

এনআরএল এর এক কর্মকর্তা পিটিআইকে বলেন, সব কাজ ভারতের অর্থায়নে গত বছরের ১২ ডিসেম্বর শেষ হয়েছে। আমরা আগামী ফেব্রুয়ারিতে এই পাইপলাইন উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করেছি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...