গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ৬:৩২ পূর্বাহ্ণ

রাজধানীর খিলগাঁওয়ে মো: বকুল মৃধা (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে মেরাদিয়া মধ্যপাড়া ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। তিনি ফরিদপুর গোয়ালন্দ মতিয়া গাছি গ্রামের মৃত নাসির মৃধার পুত্র।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মিয়া। তিনি বলেন ময়নাতদন্তের জন্য মরদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

মৃতের বড় ভাই মোঃ টুটুল মৃধা জানিয়েছেন, ঘরে সকলের অগোচরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল, সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকৎসক রাত ১০ টায় মৃত ঘোষণা করেন। তিনি বলেন, বকুল কিছুই করতো না। কি কারনে ঘটনাটি ঘটিয়েছে, তা জানতে পারেননি তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh