সব
স্বদেশ বিদেশ ডট কম

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহনগর দক্ষিণ আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি ও সমাবেশ করবে সোমবার। এদিন সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন নগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ূন কবির।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়।