গুলশানে গোলাগুলি : আহত ২, আটক ১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ৭:১৫ অপরাহ্ণ

রাজধানীর গুলশানে গ্লোরিয়া জিন্স কফিস বাংলাদেশ নামে একটি রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনার মূল কারণ প্রকাশে এসেছে। বিকাশে টাকা পাঠানোর পর দোকানি সেই টাকা গ্রাহকের কাছে চাওয়াকে কেন্দ্র করে দুই দফায় ওই গোলাগুলির ঘটনা ঘটে।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে গুলশান-১ এর ওই রেস্টুরেন্টটির সামনের বিকাশের দোকানে এই গুলির ঘটনায় ভ্যানচালক ছাড়াও আরও একজন গ্রাহক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধদের মধ্যে একজনের নাম আমিনুল। অপরজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গুলি করা ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম অহিদুল।

প্রত্যক্ষদর্শী আবু সাঈদ গণমাধ্যমকে জানিয়েছেন, বিকেলে চাঁদপুর বিরিয়ানী হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের পাশে থাকা একটি বিকাশের দোকানে অহিদুল নামের ওই ব্যক্তি আসেন। পরে দোকানির মাধ্যমে পর্যায়ক্রমে বিভিন্ন বিকাশ নম্বরে ৭৫ হাজার টাকা পাঠান। এরপর দোকানি তার কাছে টাকা চাওয়ামাত্র অহিদুল ক্ষিপ্ত হয়ে যান এবং বলতে থাকেন- আমার লোক আসছে।

এর কিছুক্ষণ পর অহিদুলের হয়ে আরও কয়েকজন যুবক সেখানে হাজির হন। তারা এ সময় দোকানির সঙ্গে টাকা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এর মাঝেই হঠাৎ বিকাশে টাকা পাঠানো ওই ব্যক্তি সঙ্গে থাকা পিস্তল বের করেন এবং ফাঁকা গুলি ছুড়তে থাকেন। ওইসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। তবে এর মাঝেও ব্যবসায়ীরা জড়ো হয়ে অহিদুলকে ধাওয়া করে ধরে ফেলেন।

পরে ব্যবসায়ীরা তাকে ধরে সেখান থেকে গ্লোরিয়া জিন্স কফি হাউজের সামনে নিয়ে গেলে আরেক দফায় গুলি করেন সেই ব্যক্তি। তবে এবার তার গুলিতে এক ভ্যানচালক ছাড়াও গ্লোরিয়া জিন্স থেকে বের হওয়া এক গ্রাহক আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি ব্যবস্থা করেন দোকানিরা।

এ বিষয়ে কথা হলে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের ডিসি আব্দুল আহাদ বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিসি আব্দুল আহাদ বলেন, আটকদের আগ্নেয়াস্ত্রের বৈধতা, নাম-পরিচয় যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, টাকা লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার সূত্রপাত।

এদিকে, গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম আটক অহিদুলের বরাতে জানিয়েছেন, তার ওপর হামলা করার সয়ম তিনি আত্মরক্ষার্থে সেই ফাঁকা গুলি করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। ফলে ওই সময় দুইজন আহত হন।

অন্যদিকে, ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছে- আটক হওয়া ব্যক্তিরা একটি সিন্ডিকেট। তারা প্রায়ই এমনভাবে বিকাশে টাকা পাঠিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে কেটে পড়েন। আটক হওয়া ব্যক্তিদের সঙ্গে যারা এসেছিল তারা এই সিন্ডিকেটের সদস্য বলেও দাবি তাদের।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh