ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কাউকে বাঁচানো গেলো না

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ২:৩০ অপরাহ্ণ


ধামরাইয়ের ইসলামপুর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে গত ৭ জানুয়ারি। এ ঘটনায় দগ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম হোসনে আরা (৩৫)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকায়। এই নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনেরই মৃত্যু হলো।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ধামরাই থেকে শিশুসহ ৫ জন দগ্ধ হয়ে এসেছিলো। চিকিৎসাধীন অবস্থায় একে একে চারজন মারা যান। সবশেষ আজ সকালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন হোসনে আরাও মারা গেছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।

গত ৭ জানুয়ারি ভোরের দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় সকাল ৯টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মো. মনজুরুল ইসলাম (৩৫), জোসনা বেগম (২৫), সাদিয়া আক্তার (১৯) ও শিশু মরিয়ম (২) আগেই মারা যান। মঙ্গলবার সকালে মারা গেলেন হোসনে আরা (২০)।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh