নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় নিহত ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পে বিচ্ছিন্নতাবাদী দুটি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানিয়েছে।

ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গা কমিউনিটি নেতা দিল মোহাম্মদ বলেন, রোহিঙ্গাদের দুটি গোষ্ঠীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটছে। সকাল ৬টার পর থেকে শুরু হওয়া এ গোলাগুলি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অব্যাহত থাকে।

ঘুমধুম ইউনিয়নের সদস্য (মেম্বার) মো. ভুট্টো জানান, সকালে নোম্যান্সল্যান্ড এলাকা থেকে গোলাগুলির আওয়াজ শোনা গেছে। তবে হতাহতের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা জানান, নোম্যান্সল্যান্ড এলাকায় আরএসও ও আরসার মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হন বলে খবর শুনেছি।

[১] [২] [৩]