মার্কিন ভিসা: দালালের বিষয়ে সতর্ক করলো দূতাবাস

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ১০:৩৫ অপরাহ্ণ

ভিসা আবেদন ও কাগজপত্র প্রস্তুতের সময় পরামর্শ ও সহায়তা নেয়ার ক্ষেত্রে দালালদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এ ছাড়া ভিসা আবেদনে মিথ্যা তথ্য ও নথি উপস্থাপনের ফলে শুধু ভিসা প্রত্যাখ্যানই নয় অযোগ্যতাও বিবেচিত হতে পারে, যা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাধা হবে।

শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকার মার্কিন দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পুলিশ ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা মার্কিন ভিসা আবেদনকারীদের কাছে প্রতারণামূলকভাবে পাসপোর্টে এন্ট্রি এবং এক্সিট স্ট্যাম্প বিক্রি করেছিল। মার্কিন ভিসা আবেদনকারীরা ভিসা আবেদনপত্রে যে তথ্য দেয়, সাক্ষাৎকারে তারা যে নথি দেয় তার দায়ভার আবেদনকারীদের।

ভিসা আবেদনকারীদের জন্য নির্দেশিকায় বলা হয়, প্রথমে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে তথ্য পর্যালোচনা করা। যেকোনো সহায়ক ডকুমেন্টেশনের সঙ্গে তাদের সাক্ষাতকারের জন্য প্রস্তুত থাকা, ভিসা প্রক্রিয়া এবং সাক্ষাতকারের সময় সত্য উত্তর দেওয়া।

পাশাপাশি মার্কিন ভিসা আবেদনকারীদের অনলাইনে তাদের নিজস্ব আবেদন সম্পূর্ণ করতে উৎসাহিত করা হয়৷ কারণ একটি আবেদন করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে। সম্ভাব্য আবেদনকারীদের সতর্ক করে মিথ্যা তথ্য এবং নথি উপস্থাপনের ফলে শুধুমাত্র ভিসা প্রত্যাখ্যানই নয়, অযোগ্য হিসেবেও বিবেচিত হতে পারেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh