বিয়ে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ৭:২২ অপরাহ্ণ


গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় বিয়ে না দেয়ায় অভিমান করে বিপ্লব (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

রোববার সকালে বাইমাইল পূর্বপাড়া মোকছেদ আলমের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিপ্লব মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার তারাটিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে বাবা- মায়ের সাথে বাইমাইল এলাকায় থাকতেন।

এসআই শাখাওয়াত ইমতিয়াজ বলেন, কোনাবাড়ী থানার বাইমাইল পূর্বপাড়া ভাড়া বাসায় বাবা মার সাথে থাকতো বিপ্লব। মা কাজ করতেন স্থানীয় একটি পোশাক কারখানায় আর বাবা একটি পরিবহনের চালক। প্রতিদিনের মতো তার বাবা মা সকালে বাসা থেকে বের হয়। কিছুক্ষণ পর তার বাবা বাসায় ফিরে আসেন। বাসায় এসে ঘরের দরজা বন্ধ পেলে ডাকাডাকি করে। পরে জানালা দিয়ে দেখতে পায় তার ছেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহতের বাবা-মায়ের বরাদ দিয়ে এসআই বলেন, কিছুদিন ধরে বিয়ে করবে বলে জানিয়ে আসছিলো তার বাবা মাকে। বয়স না হওয়ায় বিয়ে দিতে রাজি হয়নি। এই অভিমানেই সম্ভবত সে আত্মহত্যা করেছে। তার লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...