বৃহত্তর শাহী ঈদগাহ সমিতি ইউকে’র উদ্যোগে ফ্রি খৎনা

বৃহত্তর শাহী ঈদগাহ সমিতি ইউকে’র উদ্যোগে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় শাহী ঈদগাহ হাজী শাহ মীর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অসহায় দরিদ্র ৩০ জন শিশুকে ফ্রি খৎনা, উপহার সামগ্রী, নগদ অর্থ ও ঔষধপত্র বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, প্রবাসী থেকেও বাংলাদেশীরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অসহায় দরিদ্র মানুষের মাঝে সাহায্যের হাতি বাড়িয়ে দিচ্ছেন। বক্তারা, সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরা আহবান জানান।

এলাকার বিশিষ্ঠ মুরব্বী আকবর হোসেন সেলিম এর সভাপতিত্বে ও নাজমুল ইসলাম এহিয়ার পরিচালনায় খৎনা ক্যাম্পে’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ঠ মুরব্বী, রাজনীতিবীদ বদরুজ্জামান সেলিম, এডভোকেট সামসুল ইসলাম, আলতাব মিয়া, কুতুব উদ্দিন, ফজলু হক, ফারুক আহমদ, প্রবাসী আব্দুল ফয়েজ শামীম, সামছুল জাম্মান শওকত, ছায়েম আহমদ, বাবলু আখতার, গোলাম কিবরিয়া কিরন, শাহ শাইদুর রহমান হিরা, সাজ্জাদ হুসেন, মো. মিলাদ নূর, হাব্বিব আহমদ, মো. আলম জুসেল, জাবেদ আহমদ, গুলজার, রেদোয়ান, ওয়েছ, সাজু, হাবীব, মিলাদ বড় ভুইয়া, আবু উবায়দা রাসেল, বাবলু, রাকীব, আমিনুল ইসলাম পাপ্পু, আনোয়ার, টিপু।

খৎনা ক্যাম্পে দোয়া পরিচালনা করেন শাহী ঈদগাহ মসজিদের ইমাম মৌলানা আব্দুল মুনিম।

[১] [২] [৩]