পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ২৮, আহত ১৫০

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ৪:৫৫ অপরাহ্ণ


পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের এক মসজিদে বোমা হামলা চালানো হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১ টা ৪০ মিনিটে জোহরের নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় ২৮ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জন। খবর দ্য ডন।

স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছে, জোহরের নামাজের সময় ওই হামলাকারী প্রথম সারিতে নামাজের জন্য দাঁড়ায়। নামাজ শুরু হওয়ার পরই তিনি বোমা বিস্ফোরণ ঘটান। এতে মসজিদে থাকায় মুসল্লিদের মধ্যে প্রায় ১৫০ জন আহত হয়। বোমা বিস্ফোরণের ঘটনায় আহদের উদ্ধার করে পেশোয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ওই মজিদের জোহরের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা উপস্থিত হন। তখনই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।এ ঘটনার পরই টুইট বার্তায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...