মধ্য আফ্রিকার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী

মধ্য আফ্রিকার দেশ গিনির প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ম্যানুয়েলা রোকা বোটেই। মধ্য আফ্রিকান দেশগুলোর মধ্যে তিনিই প্রথম নারী প্রধানমন্ত্রী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। রোকা বোটেই ২০২০ সালে দেশটির শিক্ষামন্ত্রী হিসেবে সরকারে যোগদান করার পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইকুটোরিয়াল গিনির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভাইস ডিনেরও দায়িত্ব পালন করেন।

দেশটির রাষ্ট্র প্রধানের ছেলে ভাইস প্রেসিডেন্ট তেওডোরো এনগুয়েমা ওবিয়াং ম্যাঙ্গু এক টুইটে বলেছেন, ‘ইকুয়েটোরিয়াল গিনিতে প্রথমবারের মতো একজন নারীকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।’

তিনি তাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এটি দেশে লিঙ্গ সমতার প্রতিশ্রুতির অন্যতম প্রমাণ, অভিনন্দন, ম্যানুয়েলা রোকা বোটে!’

রোকা বোটেই সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সিসকো পাসকুয়াল ওবামা আসুয়ের স্থলাভিষিক্ত হয়েছেন যিনি প্রায় আট বছর ধরে এ পদে অধিষ্ঠিত ছিলেন। ৮০ বছর বয়সী এই ব্যক্তি একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং রাজাদের বাদ দিয়ে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাষ্ট্রপ্রধান হওয়ার বিশ্ব রেকর্ড করেন।

[১] [২] [৩]