বিবিসিজিএইচ কর্তৃক শরিফগঞ্জ-এ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ

১১ই ফেব্রুয়ারি ২০২৩ইং, শনিবার, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (বিবিসিজিএইচ) কর্তৃক গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নস্থ শরিফগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী মতিউর রহমান মতিন, আব্দুল মজিদ ও ব্যারিস্টার এনামুল হক’র সৌজন্যে সারাদিন ব্যাপী পরিচালিত উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী কর্তৃক প্রায় সহস্রাধিক রোগীগনকে বিনামূল্যে সাধারণ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়, এছাড়াও উক্ত ক্যাম্পে বিবাহিতা ৩০-৬০ বছর বয়সী প্রায় দুই শতাধিক মহিলাগনকে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা প্রদান করা হয় এবং প্রায় চার শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এই সময় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় সমাজ সেবক কামাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ মোহাম্মদ জহিরুল হক, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিজিএইচ-এর সিইও এন্ড এমডি এম সাব সাব উদ্দিন, শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম কবির উদ্দিন, শরিফগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুছব্বির ও আব্দুল মুমিত হিরা, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার এনামুল হক, এম টি আই-এর ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ মোহাম্মদ মনিরুল ইসলাম খান, বিশিষ্ট সমাজ সেবক মাহমুদুর রহমান খান হিনু, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সভাপতি জাকির হোসেন খান, মাহফুজ মারজান সহ স্থানীয় স্বেচ্ছাসেবক বৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত বক্তাগণ বিবিসিজিএইচ কর্তৃক প্রত্যন্ত এলাকায় অত্যন্ত সুশৃংখল্ভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন করায় হাসপাতালের প্রশংসা করেন এবং প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের মহতী উদ্যোগের জন্য দাতাগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আগত সেবা প্রার্থীগণ পল্লী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে ক্যাম্পের আয়োজক ও উদ্যোক্তাগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প চলমান রাখার দাবি জানান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh