অপহৃত সন্তান তায়েফ’কে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চান প্রবাসী বাবা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ

সিলেটের বিয়ানীবাজারে অপহরণের শিকার মো. তাওহীদুল ইসলাম তায়েফ (১৪) এর সন্ধান মিলেনি বিগত ৫০ দিনেও। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হলেও ছেলের খোঁজ নেই। তাই, দ্রুত ছেলেকে ফিরে পেতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে প্রশাসনের উর্ধ্বতন মহলের প্রতি আবেদন জানিয়েছেন প্রবাসী বাবা মো. আতাউর রহমান মুহিব।

রোববার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ আকুতি জানান আতাউর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি একজন প্রবাসী। বিয়ানীবাজারের পশ্চিম চরিয়া গ্রামে আমার বাড়ি। সন্তান অপহরণের সংবাদ পাওয়ার পর আমি সবকিছু ফেলে দেশে ছুটে এসেছি। আজ আমার ছেলে তায়েফ নিখোঁজের ৫১তম দিন।’

মুহিব জানান, গত বছরের ২১ ডিসেম্বর বেলা দুইটায় তায়েফ বাড়ি থেকে বের হলেও সে আর বাড়ি ফিরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান মিলেনি। পরবর্তীতে বিয়ানীবাজার থানায় এ বিষয়ে একটি জিডি করি। নিখোঁজ তায়েফের বাবা বলেন, ‘নিখোঁজ হওয়ার পাঁচদিন পর আমার চাচাতো ভাই জামিল আহমদ-এর মোবাইল ফোনের ইমো-তে একটি এসএমএস আসে। তায়েফকে অপহরণ করা হয়েছে জানিয়ে সেই এসএমএস-এ মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি আমরা বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছি।’

প্রবাসী মুহিব আরও বলেন, ‘দেশে ক্লুলেস বড় বড় অনেক ঘটনার রহস্য উদঘাটন করতে পারে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। প্রযুক্তির সুবাদে শক্তিশালী অপরাধীও পার পায় না। আমি বিশ্বাস করি, আমার ছেলে অপহরণের সঙ্গে জড়িতরাও রক্ষা পাবে না।’ এ জন্য তিনি প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও উর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করেন। বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh