শেষ দল হিসেবে নারী বিশ্বকাপে জায়গা করে নিল পানামা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৩:২৯ অপরাহ্ণ

বাছাইপর্বের প্লে-অফে প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করে সর্বশেষ দল হিসেবে ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে পানামা। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে বাছাইপর্বের প্লে-অফের সবগুলো ম্যাচ।

এই প্রথমবারের মতো নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পানামা। হ্যামিল্টনে প্যারাগুয়ের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার বদলি ফরোয়ার্ড লিনেথ ইসাবেল সেডেনো ভালডেরামার গোলে পানামার জয় নিশ্চিত হয়। বাছাইপর্ব থেকে বাকি থাকা তিনটি স্থানের জন্য হাইতি ও পর্তুগালের সাথে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে পানামা। এই তিনটি দলই এই প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে।

চূড়ান্ত পর্বে গ্রুপ-এফে পানামার প্রতিপক্ষ ফ্রান্স, জ্যামাইকা ও ব্রাজিল। আগামী ২৪ জুলাই এডিলেডে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পানামা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। ২০ জুলাই থেকে ২০ আগস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে নারী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...