ইংল্যান্ডের রানের পাহাড় টপকাতে গিয়ে চাপে বাংলাদেশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ মার্চ ২০২৩, ৭:১৬ অপরাহ্ণ

ইংল্যান্ডের দেয়া ৩২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। রানের পাহাড় টপকাতে গিয়ে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। দলীয় সংগ্রহ ২০ রানের আগেই শান্ত, লিটন ও মুশফিককে হারিয়ে ফেলেছে তারা। বল হাতে মিরপুরে আগুন ছড়াচ্ছেন ইংলিশ পেসার স্যাম কারান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫৩ রান। উইকেটে আছেন তামিম ইকবাল ২৭ রান ও সাকিব আল হাসান ২০ রানে।

ইংল্যান্ডের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। স্কোরবোর্ডে একরান যোগ করতেই প্রথম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে লিটন এবং শান্তকে হারায় তারা। দুজনই গোল্ডেন ডাকের শিকার হন। শুরুর ধাক্কা সামলে দেয়ার আগেই মুশফিককে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ফেরান কারান। তিনি ৫ বলে ৪ রান করে কারানের বলে উইকেটের পেছনে বাটলারের হাতে ধরা পড়েন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড জেসন রয়ের সেঞ্চুরিতে ভর করে ৩২৬ রান সংগ্রহ করে। জেসন রয় ছাড়াও অধিনায়ক বাটলার করেন ৬৪ বলে ৭৬ রান, মঈন আলী ৩৫ বলে ৪২ ও স্যাম কারান ১৯ বলে ৩৩ রান।

বাংলাদেশের হয়ে তাসকিন ৩টি, মিরাজ ২টি, সাকিব ও তাইজুল একটি করে উইকেট নেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...