আর্জেন্টিনার দল ঘোষণা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ মার্চ ২০২৩, ৬:৫৮ অপরাহ্ণ

বিশ্বকাপ জয়ের পর আড়াই মাস গত হয়েছে। এখনো আর্জেন্টিনার তৃতীয় সোনালি ট্রফি জয়ের রেশ রয়ে গেছে ভক্তদের মনে। এরইমধ্যে ফের মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসি অ্যান্ড কোং। চলতি মাসে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে লা আলবিসেলেস্তেরা। পানামা এবং কুরাসাওয়ের বিপক্ষে আসন্ন ম্যাচ দুটির ভেন্যু এবং তারিখ সম্পর্কে গত বৃহস্পতিবারই জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এবার আসন্ন ম্যাচ দুটির জন্য ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনার ফুটবলের অভিভাবক সংস্থা। যেখানে সবশেষ বিশ্বকাপ দলের ২৬ সদস্যের প্রত্যেকেই আছেন। নতুন করে ডাকা হয়েছে আরো আটজনকে। দলে ফিরেছেন ইনজুরির কারণে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া জিওভানি লো সেলসো।

এর আগে ওই বিবৃতিতে এএফএ জানিয়েছেল, আগামী ২৩ মার্চ এল মনুমেন্টালে পানামার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। ২৮ মার্চ দলটির প্রতিপক্ষ কুরাসাও। সেই ম্যাচটির ভেন্যু সান্টিয়াগো দেল এস্তেরোর মাদ্রে দে সিউদাদেসে।

গোলরক্ষক : এমিলিয়ানো মর্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।

রক্ষণভাগ : গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, নিকোলাস ওটামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো, হুয়ান ফয়েথ, লাওতারো ব্লাঙ্কো, নাহুয়েন পেরেজ।

মিডফিল্ডার : রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো প্যারেদেস, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেসান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরনি, ফাকুন্দো বুয়োনানত্তি, এমিলিয়ানো বুয়েনদিয়া, ভ্যালেন্টাইন কার্বনি।

ফরওয়ার্ড : লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, অ্যাঞ্জেল কোররেয়া, জোয়াকিন কোররেয়া, নিকোলাস গঞ্জালেস, আলেসান্দ্রো গারনাচো।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...