ইতালিতে কুমিল্লা সমিতি তরিনো এর আত্মপ্রকাশ,লুৎফুর সভাপতি লিটন সম্পাদক ও সবুর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত।

ইতালি প্রতিনিধি।,

  • প্রকাশিত: ৯ মার্চ ২০২৩, ১০:৪৮ অপরাহ্ণ

ইতালির তরিনোতে বৃহত্তর কুমিল্লা প্রবাসীদের একত্রিত করে দেশ ও প্রবাসের সমাজকল্লান মূলক সেবা ও প্রবাসে কর্মহীন প্রবাসীদের সাহায্য সহযোগিতা সহ দেশের ইতিহাস ঐতিহ্য বিদেশের মাঠিতে তুলে ধরতে একটি সামাজিক সংগঠন গঠনে কাজ করছেন কুমিল্লা প্রবাসীরা। কয়েকমাস থেকে আলোচনা করে গত রবিবার সকলের মতামতের ভিত্তিতে কুমিল্লা সমিতি তরিনো নাম একটি সামাজিক সংগঠনের নাম গৃহীত হয় এবং আত্মপ্রকাশ করে। সমিতির কার্যক্রম পরিচালনার জন্য তরিনোর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কুমিল্লার কৃতি সন্তান লুৎফুর সরকার কে সভাপতি লিটন সরকার কে সাধারণ সম্পাদক এবং সবুর সরকার কে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও সংগঠনের উপদেষ্টা হিসেবে ১৭ জন কে উপদেষ্টা করে তাদের ও নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক তাদের কে তরিনোতে কুমিল্লা বাসি সহ কুমিল্লার সকলকে নিয়ে প্রবাসে কুমিল্লার সুনাম বৃদ্ধি করতে যে দায়িত্ব দেওয়া হয়েছে এর জন্য কুমিল্লা প্রবাসীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। খুব শিগ্রই জাকজমকপূর্ণ অনুষ্ঠানের অদ্য দিয়ে কুমিল্লা সমিতি তরিনোর নবগঠিত কমিটির পরিচিত ও অভিষেক অনুষ্ঠান এর আয়োজন করা হবে বলে আশ্বাস ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...