তরুণ ক্রিকেটারদের সুযোগ দেখছেন সাকিব

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ৬:৪৮ অপরাহ্ণ

ঢাকার লিগে শিরোপার আক্ষেপ ঘোচাতে চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই লক্ষ্যে গত বছর তারকায় ঠাসা দল গড়েছিল। কিন্তু ফল আসেনি। কারণ, জাতীয় দলের সফর থাকায় যে বেশিরভাগ ক্রিকেটাররা খেলতেই পারেননি। এবারও একই রকম দল গড়েছে মোহামেডান। এই আসরেও আছে জাতীয় দলের সিরিজ। তবে সেই শঙ্কা মাথায় রেখে তারকাদের সঙ্গে রেখেছে অনেক বিকল্প ক্রিকেটারকেও।

আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মোহামেডানের জার্সি উন্মোচন শেষে এ কথা জানান দলটির তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি ডিপিএলের এবারের আসরটিকে তরুণ ক্রিকেটারদের সুযোগ হিসেবে দেখছেন।

জাতীয় দলের ক্রিকেটাররা যখন ব্যস্ত থাকবে, সেটা মাথায় রেখেই এবার বিকল্প ক্রিকেটারদের রাখা হয়েছে দলে। তাই একাদশে যারা সুযোগ পাবে তাদের জন্য একটা বড় সুযোগ দেখছেন সাকিব, ‘কারও অভাব যেন ফুটে না উঠে, সেটা মাথায় রেখে এবার দল গোছানো হয়েছে। তাই একাদশে যারা খেলবে, এটা তাদের জন্য এটা নিজেকে প্রমাণের একটা বড় সুযোগ।’

ঢাকার লিগ একটি বড় প্ল্যাটফর্ম। এবার মোহামেডান যে দল গড়েছে, সেখান থেকে কয়েকজন ক্রিকেটার বেরিয়ে আসবে বলেও প্রত্যাশা সাকিবের, ‘আমাদের জাতীয় দলে যে ক্রিকেটাররা আছে, তারা বেশিরভাগই ঘরোয়া ক্রিকেটে পারফর‌ম্যান্স করে এসেছে। তাই এবার এই লিগে যারা খেলার সুযোগ পাবে, এটা তাদের জন্য একটা বড় সুযোগ। পাশাপাশি আমি আশাবাদি টুর্নামেন্টের এবারের আসর থেকে অনেক ক্রিকেটার বেরিয়ে আসবে।’

তার সঙ্গে সুর মিলিয়েছেন দলটির পরিচালক মাহবুব আনামও। বলেছেন, ‘মোহামেডান একটা পরিবার। এখানে চাপ নয়, ক্রিকেটাররা যেন খেলাটাকে উপভোগ করে আমরা সেই নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করি। সবাইকে হয়তো সব খেলায় পাওয়া সম্ভব নয়। তবে যতটুকু সময় পাওয়া যাবে, তারা যেন নিজের সেরাটা উজার করে দেয় ক্রিকেটের স্বার্থে ও নিজেদের জন্য।’

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...