বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ পোল্যান্ড শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত।

ইতালি প্রতিনিধি।,

  • প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগ পোল্যান্ড শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগ পোল্যান্ড শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পোল্যান্ডে অবস্থিত বঙ্গবন্ধুর আদর্শের নেতৃবৃন্দ কেক কেটে এর জন্মবার্ষিকী উদযাপন করে।

বিশিষ্ট রাজনীতিবিদ ও চিকিৎসক ডাক্তার খলিলুল কাইয়ুম এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরিয়ার সাকু।

ওয়ারশো শহরে হোটেল গ্রমান এ বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রলীগের রাফসান সাইফ, শান্তনু দেবনাথ, মাহমুদুল হাসান দোলন, শুভদীপ।


এছাড়া উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন সর্ব ইউরোপীয় ইউনিয়নের আহবায়ক সজীব কান্তি দাস ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান দোলন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পোল্যান্ড শাখার সালাউদ্দিন আহমেদ রুপম, মহসিন আহমেদ প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ পোল্যান্ড শাখা ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...