১০ টাকায় ব্যাগভর্তি বাজার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে ১০ টাকায় ব্যাগভর্তি বাজার পেয়েছেন দুস্থরা। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়নের অন্তর্গত দুর্গম পাহাড়ি জনপদের ৫০০ পরিবারের মধ্যে মানবিক এ সহায়তা দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুইমারা সরকারি কলেজ মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও গুইমারা রিজিয়নের যৌথ আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করেন গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা। এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. নাফিজ চৌধুরী, স্বেচ্ছাসেবক ডা. সৌরভসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গুইমারা রিজিয়নের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দশ টাকার বাজার থেকে প্রতি কেজি চাল এক টাকা, তেল তিন, মুরগি ছয়, মাছ পাঁচ, চিনি তিন, লবণ এক, ডিম দুই (এক ডজন), সুজি এক, ছোলা দুই, আটা এক, পেঁয়াজ এক, আলু এক, চিনি তিন, মসুর ডাল তিন, নুডলস এক টাকাসহ সবজি ও নিত্যপ্রয়োজনীয় ১৮ প্রকারের খাদ্যসামগ্রী কেনার সুযোগ পেয়েছেন উপকারভোগীরা।

উদ্বোধনী বক্তব্যে সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা বলেন, পার্বত্যাঞ্চলের স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। দশ টাকায় তারা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পেরেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...