ইতালিতে রোজাদারদের সম্মানে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির ইফতার মাহফিল

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি,

  • প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩, ১১:২৯ অপরাহ্ণ

ইতালিতে রোজাদারদের সম্মানে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইতালি প্রবাসী নোয়াখালী ব্যবসায়ীদের নিয়ে গঠিত বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি ইতালি।

রোববার আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক সুমন মিয়ার পরিচালনায় ইফতার পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করে বয়ান পেশ করে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তরপিনাত্তারা মুসলিম সেন্টার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজী।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন এবং উপস্থিতিদের কাছে দোয়া প্রার্থনা করেন। তারা সংগঠন অন্যান্য কার্যক্রমের সাথে ইসলামিক কর্মকান্ড করে সমাজকে সুস্থধারায় পরিচালিত করতে সকলের সহযোগিতা কামনা করে আগামী দিনে দেশের উন্নয়নেও কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন।

এসময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আনোয়ার আজিম সিমনে, সহ সভাপতি বেল্লাল হোসেন, মোঃ মাসুদ, স্থায়ী কমিটির সদস্য রায়হান কামাল, ১ নং সম্মানিত সদস্য সোহেল চৌধুরী, প্রধান উপদেষ্টা নুরুল আবসার, উপদেষ্টা হারুন উদ্দিন জামাল, শাহ মোঃ তৌহিদ কাদের, তোফায়েল আহমেদ, হারুন উর রশিদ, রফিক উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, ওমর ফারুক মিন্টু, আলী মোহন, মোঃ মোতালেব, হুমায়ুন কবির, মোঃ মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল হক টিপু, মোঃ ইয়াসিন, সায়েদুল ওয়াহাব, নুর আলম সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ, কোষাধক্ষ্য মোঃ সুমন, সহ কোষাধ্যক্ষ নজরুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক সোহেল রানা, সম্মাননাকারী কামাল উদ্দিন, সম্মানিত সদস্য আবুল কালাম, হাফেজ আহমেদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ফারুক হোসাইন, মোঃ বাতেন, মিয়া সিপন, জাহাঙ্গীর সরদার সহ আরো অনেকেই।

এছাড়াও অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বৃহত্তর নোয়াখালী সমিতি, নোয়াখালী জেলা সমিতি, ফেনী জেলা সমিতি, লক্ষ্মীপুর জেলা সমিতি, পাবনা জেলা সমিতি, বাংলাদেশ বাংকার সমিতি রোম, একতা ব্যবসায়ী সমিতি, প্রগতি ব্যবসায়ী সমিতি, সম্মিলিত ব্যবসায়ী সমিতি, মার্কোনী যুব সমাজ সহ রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা নোয়াখালীর সকল গতিশীল কর্মকান্ডে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন এবং কমিউনিটির উন্নয়নে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতেও সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সহযোগিতায় কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...