তাইওয়ান ঘিরে ফের চীনের সামরিক মহড়া

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩, ৩:২৬ অপরাহ্ণ

তাইওয়ানকে ঘিরে তিন দিনের সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন। শনিবার শুরু হওয়া এই মহড়া চলবে সোমবার পর্যন্ত। এদিকে শনিবারই তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ১০ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন।

গত বছরের আগস্টের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান সফর করেন, সেসময়ও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। এবার তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের শেষে মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট এবার ক্যালিফোর্নিয়ায় গিয়ে মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে বৈঠক করেন।

চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি’র (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড মহড়ার ঘোষণা দিয়ে বলেছে, শনিবার (৮ এপ্রিল) শুরু হওয়া এ মহড়া আগামী সোমবার (১০ এপ্রিল) পর্যন্ত চলবে।

তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব সীমান্তের জলরাশির আকাশসীমায় চীনের যুদ্ধবিমানগুলো মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। পিএলএ এর ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান।

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন তিন দিনের চীন সফর সমাপ্ত করেছেন। এমন সময় সামরিক মহড়া চালুর ঘোষণা দিল চীন।

গত ৫ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন তাইওয়ান প্রেসিডেন্ট সাই। বৈঠকে আরো ছিলেন মার্কিন দ্বিদলীয় প্রতিনিধি দল। স্বশাসিত দ্বীপটিকে বরাবরই নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে আসছে চীন। এই সফর ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটি।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অফিসিয়াল সংবাদপত্র দ্য পিপলস ডেইলি আজ এক মন্তব্যে বলেছে, তাইওয়ানের বিচ্ছিন্নতার যেকোনো চেষ্টাকে ব্যর্থ করার শক্তিশালী ক্ষমতা রয়েছে দেশটির। জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা চীনের বৈধ ও আইনগত অধিকারের অন্তর্গত।

প্রেসিডেন্ট সাই বরাবরই বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছেন। তিনি বারবার আলোচনার প্রস্তাব দিলেও বেইজিং তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করেছে। সাই-এর মতে, শুধুমাত্র তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...