স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ডিভাইসও প্রয়োজন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১:১১ অপরাহ্ণ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নের পাশাপাশি স্মার্ট ডিভাইসও প্রয়োজন।

শুক্রবার বিসিক এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত বৈশাখী মেলা-১৪৩০ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেলায় ফাইভ ব্রাদার্স কর্পোরেশনের স্টল ঘুরে দেখার সময় মন্ত্রী প্রতিষ্ঠানটির স্মার্ট উদ্যোগকে স্বাগত জানান এবং সাধুবাদ জানান মেলায় আগত সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করার জন্য।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্প সচিব জাকিয়া সুলতানা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালযয়ের সচিব মো. আবুল মনসুর, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা, বিসিক চেয়ারম্যান ও ঊধ্বর্তন কর্মকর্তারা, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এবং ফাইভ ব্রাদার্স কর্পোরেশনের উদ্যোক্তারা।

মেলায় আগতদের জন্য থাকছে আকর্ষণীয় সব সুযোগ। ক্ষুদ্র ও কুটির শিল্পজাত পণ্যের পাশাপাশি কেনা যাবে গৃহস্থালি ইলেক্ট্রনিকস সামগ্রী, গেমিং ডিভাইস, মনিটর। আরও থাকছে মেলায় প্রোডাক্ট পছন্দ করে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি নেয়ার সুযোগ। ফাইভ ব্রাদার্স কর্পোরেশনের ২১, ২২ ও ২৩ নম্বর স্টলে এসব সুবিধা পাওয়া যাচ্ছে।

বৈশাখী মেলা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্টল খোলা থাকবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...