সমালোচনার মুখে বুবলী

ঈদ মৌসুমে মৃতপ্রায় বহু সিনেমা হল প্রাণ পেয়েছে। দুই শতাধিক প্রেক্ষাগৃহে উঠেছে নতুন আটটি সিনেমা। এর মধ্যে সেঞ্চুরি হাঁকিয়ে ১০০ হল দখলে নিয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’। এক ডজন হল পেয়েছে ‘লোকাল’; যেখানে জুটি বেঁধেছেন আদর আজাদ ও বুবলী।

নায়িকা হিসেবে এবারের ঈদের রানি বুবলী। এ নিয়ে দ্বিধা নেই কারোর। হলের সংখ্যার বিচারে হোক কিংবা দর্শক সাড়া, সবখানেতেই তিনি এগিয়ে। তাই বলা চলে, উৎসবের মৌসুমে উড়ছেন তিনি।

না, সাফল্যের হাওয়া ঘরে বসে কিংবা অবকাশ যাপনে গিয়ে খাচ্ছেন না বুবলী। বরং ছবিকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে ঘর ছেড়ে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন অঞ্চলে।

তারই অংশ হিসেবে শুক্রবার (২৮ এপ্রিল) তারা গেলেন কুষ্টিয়ায়। যাওয়ার পথে পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে কিছু ছবি তোলেন নায়িকা বুবলী, নির্মাতা তপু খান। সঙ্গে ছিলেন আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। সেই ছবিগুলো ফেসবুকে প্রকাশ করেন তারা।

বুবলী ছবির ক্যাপশন হিসেবে ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন। ছবিগুলো প্রকাশের সঙ্গে বুবলীর ভক্ত-অনুরাগীরা লুফে নিয়েছেন। আবার কেউ করছেন সমালোচনাও। ছবি দেখে মো. মুন্না নামের একজন লিখেছেন, ‘চমৎকার’। অন্যদিকে এম মার্শাল নামের একজন লিখেছেন, ‘জরিমানাটা দিয়ে যান।’ নাজমুল হক অপু নামে আরও একজন লিখেছেন, ‘জরিমানা করা হোক।’ মন্তব্যের ঘরে প্রশংসার পাশাপাশি জরিমানার কথাটিও উঠে আসছে বারবার।

শাকিব-বুবলী অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুব্রত, মিশা সওদাগর প্রমুখ। দর্শকদের মাঝে ছবিটি দারুণ সাড়া ফেলেছে বলে জানা গেছে।

[১] [২] [৩]