ইতালি রোমের আচিলিয়াতে গড়ে ওঠেছে কাসপি ফ্যাশন হাউজ

ইতালিতে বাংলাদেশি পোশাকের চাহিদা পূরণের লক্ষ্যে এবং ইউরোপে দেশীয় পোষাকে পরিচিতি বাড়াতে রোমের আচিলিয়াতে গড়ে ওঠেছে কাসপি ফ্যাশন হাউজ।

উৎসব ও আনন্দঘন পরিবেশে কাশপি ফ্যাশন হাউজ ইতালি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাফিজ আলম ও তাহমিনা সোহা সহ চেম্বার অব কমার্স এন্ড ল সিসিএল এর চেয়ারম্যান ডঃ মুক্তার হোসেন উত্তরবঙ্গ সমিতির সভাপতি হাসাদুর রহমান হান্নান ও অচিলিয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব সিরাজ উদ্দিন এবং প্রবাসী বাংলাদেশী সহ অনেক ইতালিয়ান উপস্থিত ছিলেন।

কাশপি ফ্যাশন হাউজে সুলভ মূল্যে বিভিন্ন বয়সীদের জন্য নতুন ডিজাইনের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি গুণগতমান ও রুচিশীল পোশাক বিক্রয়ের নিশ্চয়তা দিচ্ছে।

বাংলাদেশী পোশাকের সুনাম বৃদ্ধি এবং পরিচিতির ক্ষেত্রে কাশফি ফ্যাশন ইতালির মত প্রতিষ্ঠান গড়ে তোলে প্রবাসীরা অগ্রণী ভূমিকা পালন করছে বলে মনে করছেন অনেকেই।

কাশপি ফ্যাশন হাউস রোম সহ ইতালির অন্যান্য শহরে গ্রাহক সেবায় খোলা রাখা হয়েছে অনলাইন সার্ভিস। এধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে দেশীয় পোষাক শিল্পের প্রচার ও প্রসারের পাশাপাশি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে উভয় দেশের অর্থরীতি অবদান রাখছেন প্রবাসী ব্যবসীরা।

[১] [২] [৩]