সব
স্বদেশ বিদেশ ডট কম
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়ন থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে পাইংক্ষ্যং পাড়া থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকাল থেকে ওই এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষের গোলাগুলিতে এই তিনজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এসআই সাইফুল ইসলাম জানান, মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03