বাল্যবিয়ে বন্ধে প্রীতি ফুটবল ম্যাচ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ মে ২০২৩, ৬:৫৫ অপরাহ্ণ

বাল্যবিয়ে বন্ধ ও এর কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে কিশোরীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

‘বাল্যবিয়েকে না বলি এবং বাল্যবিয়ে মুক্ত সুখী সমৃদ্ধ সমাজ গড়ি’ সেøাগানে সোমবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মোছা. খুশির নেতৃত্বে বীরগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমি এবং অনুপমা রায়ের নেতৃত্বে আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় অংশগ্রহণ করে।

জাতীয় সংগীত পরিবেশনার পর আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার, বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মইনুল ইসলাম, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ প্রমুখ।

তাপদাহ উপেক্ষা করে খেলায় অংশগ্রহণকারী দুই দলের কিশোরী খেলোয়াড়দের ক্রীড়া নৈপুন্য দর্শকদের বেশ প্রসংশা কুড়িয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৪৫ মিনিট খেলায় বীরগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমির সাত নম্বর জার্সিধারী পুতুল মুর্মু একমাত্র গোলটি করেন। তবে বেশ ভালো খেলেও আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় গোল পরিশোধের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দলের রক্ষণ ভাগের কাছে বেশ অসহায় হয়ে পড়েছিল। ফলে ১-০ গোলে পরাজয় নিয়ে আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের খেলোয়াড়দের মাঠ ছাড়তে হয়।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...