ব্যাটিং ব্যর্থতায় জ্যোতিদের হার

টপ ও মিডল অর্ডারের কেউই নিজেদের মেলে ধরতে পারলেন না। টস হেরে ব্যাট করে নামা বাংলাদেশের মেয়েদের পুঁজিটা তাই ১০০ রানেই আটকে গেল। যা সহজেই টপকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কার মেয়েরা।
কলম্বোয় বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় শ্রীলঙ্কার মেয়েরা। ১০১ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখে ছুঁয়েছে দলটি।
প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ফলে সিরিজে এখন ১-১ সমতা। আগামীকালের ম্যাচটি এখন তাই ‘অলিখিত ফাইনাল’।
ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু শুরু থেকেই দলকে নির্ভরতা দিয়েছেন। ২৭ বলে সর্বোচ্চ ৩৩ রান করেছেন আতাপাত্তু। হার্শিথা সামারাবিক্রমা খেলেন অপরাজিত ২৯ রানের ইনিংস। কাভিশা দিলহারির ব্যাট থেকে আসে অপরাজিত ২০ রানের ইনিংস।
এর আগে লঙ্কান বোলাররা সম্মিলিত বোলিংয়ে বাংলাদেশের ব্যাটারদের বেধে রাখেন। সর্বোচ্চ ১৮ রান করে আসে ওপেনার শারমিন সুলতানা ও সুবহানা মোস্তারির ব্যাট থেকে। এছাড়া রুবায় হায়দার ১৬ ও মুর্শিদা খাতুন ১৪ রান করেন। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

[১] [২] [৩]