ব্যক্তিগত বার্তা এনক্রিপ্ট করেছে টুইটার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ মে ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ

বহুল প্রতীক্ষিত নতুন এনক্রিপ্টেড (বিশেষ ধরনের কোড) বার্তা প্রদান পরিষেবা চালু করেছে টুইটার। সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বৃহস্পতিবার (১১ মে) এক টুইটের মাধ্যমে এ তথ্য জানান ।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে নতুন এই পরিষেবা চালুর কথা জানানো হয়। বুধবার ইলন মাস্ক বলেন, নতুন সেবা চালুর পর ‘কেউ যদি তার মাথায় পিস্তলও ধরে রাখে’ তিনি ব্যবহারকারীর কোনও ‘বার্তা দেখতে পারবেন না।

এদিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টার পর মাস্ক টুইটারে নতুন পরিষেবা চালুর ঘোষণা দেন।

টুইটারের নতুন এই সেবার মাধ্যমে বার্তাগুলোকে সাধারণত এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হবে। অর্থাৎ পাঠানো বার্তাগুলো সরাসরি বার্তা বা ডিএম সুবিধা কাজে লাগিয়ে বিশেষ কোড আকারে আদান -প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা শুধুমাত্র প্রেরক ও প্রাপকই পড়তে পারবেন।

এর আগে মাস্ক টুইটারে অডিও এবং ভিডিও কল চালুর কথাও জানিয়েছিলেন। এই পরিষেবা যুক্ত হলে বিশ্বের যে কোনও প্রান্তে থাকা টু্ইটার ব্যবহারকারীর সঙ্গে নিজের ফোন নম্বর গোপন রেখে কথা বলা যাবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh