বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ মে ২০২৩, ১:২৮ অপরাহ্ণ


রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

তাছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের অন্যান্য বিভাগগুলোতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকায় বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ‘ তিনি আরও বলেন, ‘আগামীকাল থেকে দেশের তাপমাত্রা বাড়তে পারে। কারণ বৃষ্টির পরিমাণ কমে যাবে। ‘

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...