সাগরে ১০ দিন ভাসতে থাকা ২১ জেলে জীবিত উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ মে ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ

গভীর সাগরে ১০ দিন ধরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরা ট্রলারের ২১ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (৩১ মে) দুপুর ২টার দিকে কক্সবাজার উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টেশন কমান্ডার লে. কমান্ডার এইচএম লুৎফুললাহিল মাজিদ জানান, গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে গত ১০ দিন ধরে এফবি জুনায়েদ নামের একটি ফিশিং ট্রলারের ২১ জন জেলে পানিতে ভাসছিলেন। খবর পেয়ে কোস্টগার্ডের একাধিক যান ও জাহাজ তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। একপর্যায়ে কক্সবাজার উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে বুধবার দুপুরে ২১ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে।

উদ্ধার জেলেদের সবাই সুস্থ আছেন, এবং তাদের সবাইকে প্রাথমিক প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...