সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেডক্রিসেন্টের নগদ অর্থ বিতরণ

সিলেট অফিস,

  • প্রকাশিত: ৪ জুন ২০২৩, ৭:৪০ অপরাহ্ণ

বাংলাদেশের রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেছেন, রেডক্রিসেন্ট একটি মানবতাবাদী সংগঠন হিসেবে সততা ও দক্ষতার সাথে কাজ করছে। দেশের যেকোনো সংকটকালে রেডক্রিসেন্ট দায়িত্ব নিয়ে কাজ করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের সম্মান অর্জন করবে৷ এটিকে বাস্তবায়নের জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলে প্রধানমন্ত্রীর প্রত্যাশা উন্নত তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে রোববার (৪ জুন) কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ।

রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটের উপ পরিচালক কাজী জানে আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন চৌধুরী, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, আজীবন সদস্য জামাল উদ্দিন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম , নাজমুল ইসলাম হারুন , গিয়াস উদ্দিন, এনামুল হক , বিলাল আহমদ, কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম , কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজামুদ্দিন, রেডক্রিসেন্টের আজীবন সদস্য আবদুল বাতিন ফয়সল, মিজানুর রহমান, আহমদ হোসেন খান, রুহুল আমিন, কাউন্সিলর কাউসার আহমদ , কাউন্সিলর বিলাল আহমদ, কাউন্সিলর আল-আমিন, পোষ্ট অফিস সুপার মলয় কান্তি সরকার, সেবা ও স্বাস্থ্য বিভাগের চিফ মুজিব খান ফাহিম, এনডিআরটি সদস্য মামুনুর রশিদ , সোহান আহমদ, শাকিল আহমদ চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের যুব প্রধান পলাশ গুন, এনডিআরটি শারমিন আক্তার সরন, ইফাত আরা চৌতি, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটির উপ-যুব প্রধান-১ চৌধুরী লাবিব ইয়াসির, উপ-যুব প্রধান-২ মোঃ বদরুল আজাদ শুভ, যুব রেডক্রিসেন্টের কার্যকরী পরিষদ সদস্য জনি, ইশতিয়াক, শিলা প্রমুখ। অনুষ্ঠানে ৫০০ পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ৪ হাজার পাঁচশত টাকা করে প্রায় ২৩ লক্ষ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...