তুরস্কে ক্ষেপণাস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১০ জুন ২০২৩, ৭:২৩ অপরাহ্ণ

তুরস্কের আঙ্কারায় একটি ক্ষেপণাস্ত্র কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচজন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও বেশ কয়েকজন। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী আঙ্কারা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আলমা দাগ জেলায় মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানির (এমকেই) ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক কারখানায় বিস্ফোরণটি ঘটে। কারখানার আহত কর্মচারীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আঙ্কারার প্রাদেশিক গভর্নর ওয়াসিব শাহীন সাংবাদিকদের বলেন, কারিগরি কর্মীদের মতে রাসায়নিক পরীক্ষার ফলে কারখানার ডিনামাইট বিভাগে বিস্ফোরণ ঘটে। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আরও পাঁচজন শ্রমিককে উদ্ধারের কথা জানান তিনি।

দেশটির রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য দুর্ঘটনার বিষয়ে একটি প্রশাসনিক ও বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...