আগ্নেয়াস্ত্র উচিয়ে হুমকি দেয়া সেই তুহিন গ্রেপ্তার

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ২:৪৬ অপরাহ্ণ

সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ তুহিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শুক্রবার (১৬ জুন) দিবাগত রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে সশস্ত্র মহড়াসহ আগ্নেয়াস্ত্র উচিয়ে হুমকি দিয়ে আলোচনা আসেন তুহিন। শনিবার দুপুরে র‌্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। তুহিনের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তুহিন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী। গত ৬ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ মো. আবদুল্লাহর বাসার সামনে মোটরসাইকেলসহ ২০ থেকে ২৫ জন যুবক মহড়া দেয়। এ সময় আগ্নেয়াস্ত্র উচিয়ে হুমকি দিয়ে ভাইরাল হন তুহিন।

পরে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহ গত শুক্রবার সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। এছাড়া বিমানবন্দর থানায় একটি মামলাও দায়ের করেন তিনি।

এতে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতাও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...