আসামে বন্যা, ক্ষতির মুখে ১১ জেলার ৩৪ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ৬:৫১ অপরাহ্ণ

কয়েকদিনের ভারি বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে ভারতের আসাম রাজ্যে। বড় নদীতে পানি বৃদ্ধির কারণে ১১টি জেলার ৩৪ হাজার মানুষ ক্ষতির মুখে পড়েছেন। তবে নদীর পানি এখনো কোথাও বিপদসীমা অতিক্রম করেনি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে জানিয়েছে, ইতোমধ্যে আসামের বিশ্বনাথ, দরং, ধেমাজি, লিখমপুর, ডিব্রুগড়, তামুলপুরসহ ১১টি জেলা বন্যা কবলিত হয়েছে।

রাজ্য প্রশাসন জানিয়েছে, বন্যার কারণে এসব জেলার ৩৪ হাজার ১৮৯ জন বাসিন্দা ক্ষতির মুখে পড়েছেন, তাদের মধ্যে ১৪ হাজার ৬৭৫ জন নারী ও ৩ হাজার ৭৮৭ জন শিশু।

বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে লখিপুরের পরিস্থিতি সবচেয়ে নাজুক। বন্যায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষই ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এই জেলাটির বাসিন্দা। এখানে বন্যা কবলিত মানুষের সংখ্যা ২৩ হাজার ৫১৬ জন। দিব্রুগড়ে ৩ হাজার ৮৫৭, বিশ্বনাথে ২ হাজার ২৩১ জন এবং ধিমাজিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন।

পরিস্থিতি মোকাবিলায় যে ১১টি ত্রাণশিবির খোলা হয়েছে তার ৮টি লখিপুর জেলায়। উদালগুড়িতে আরও ২টি ত্রাণশিবির খোলা হয়েছে।

আসামের দুর্যোগ মোকাবিলা বাহিনী জানিয়েছে, ৭৭টি গ্রামের ২১০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। দিমা হাসাও ও কামরূপ জেলায় প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসের ঘটনা ঘটেছে।

আসামে গত বছরও বড় ধরনের বন্যা হয়েছিল। তখন রাজ্যটির লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছিলেন। হতাহতের ঘটনাও ঘটেছিল।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...