এলএনজি আমদানি বিষয়ে চুক্তি সই আজ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ২:২৬ অপরাহ্ণ

পেট্রোবাংলা ও ওমানের ওকিউ ট্রেডিংয়ের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির লক্ষ্যে একটি চুক্তি সই হবে।

সোমবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে এ চুক্তি সই হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে ওমানের সঙ্গে এলএনজি আমদানির জন্য একটি দীর্ঘমেয়াদি চুক্তি সই হবে।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে চুক্তি সই প্রত্যক্ষ করবেন।

এ বিক্রয়-ক্রয় চুক্তির (এসপিএ) অধীনে বাংলাদেশ ২০২৬ সাল থেকে ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে বার্ষিক শূন্য দশমিক ২৫ থেকে ১ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি) এলএনজি পাবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...