সিলেটে সুরমার পানি বিপৎসীমার ওপরে

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার ধলাই, সারী, লোভা, ও কুশিয়ারা এ চার নদ-নদীর পানিও বেড়েছে।

রোববার (১৮ জুন) সন্ধ্যার পর সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সিলেট সদর পয়েন্টে সুরমা নদীর পানি বাড়তে থাকলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে অন্য চার নদীর পানিও।

পাউবো সূত্র থেকে জানা যায়, রোববার সকাল ৬টায় সিলেটে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১২ দশমিক ৬২ সেন্টিমিটার ছিল। এ পয়েন্টে ১২ দশমিক ৭৫ সেন্টিমিটারের বেশি হলে বিপৎসীমার ওপর ধরা হয়। অন্যদিকে একই দিন সন্ধ্যা ৬টায় কানাইঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার পানি বেড়ে ১২ দশমিক ৮৬ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, সুরমা নদীর সিলেট সদর পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। রোববার সন্ধ্যা ৬টায় শেষ সংবাদ পাওয়া পর্যন্ত সুরমা নদীর ওই পয়েন্টে পানি ৯ দশমিক ৯৮ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর শেওলা, ফেঞ্চুগঞ্জ, শেরপুর ও অমলসীদ এই চারটি পয়েন্টেই ১২ ঘণ্টার ব্যবধানে পানি বেড়েছে।

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. মজিবর রহমান জানান, সিলেটে নদ-নদীর পানি বাড়ছে। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বন্যাপ্রবণ এলাকাগুলোতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

 

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...