দাপুটে জয়ে সাফে টিকে থাকলো বাংলাদেশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের প্রতিনিধিদের শুরুটা হয়েছে লেবাননের বিপক্ষে হেরে। মালদ্বীপের ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। অগ্নিপরীক্ষায় পাস করতে বুদ্ধির চেয়ে সাহস বেশি কার্যকরী। প্রথমার্ধে পিছিয়ে পড়ে ওই সাহস দেখিয়েছে বাংলাদেশ। দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে তুলে নিয়েছে ৩-১ গোলের দাপুটে জয়। টিকে আছে সেমিফাইনালের লড়াইয়ে।

রোববার ভারতের শ্রী কান্তিভারা স্টেডিয়ামেও ফেবারিটের মতো শুরু করেছিল মালদ্বীপ।

ম্যাচের ১৭ মিনিটে গোল করেন হামজা মোহামেদ। নিজ শিবির উল্লাসে ভাসান। প্রথমার্ধেই ওই গোল শোধ করে ম্যাচে ফেরে বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে গোল করেন বাংলাদেশ দলের রাকিব হোসাইন। তার ওই গোলেই কামব্যাক করে জয়ের সাহস পায় ২০০৩ সালে সাফ জেতা বাংলাদেশ।

এরপর দ্বিতীয়ার্ধে গোল করেন বাংলাদেশের প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী। তার ৬৭ মিনিটে করা গোলে লিড নেয় বাংলাদেশ। লেবাননের বিপক্ষে এই ডিফেন্ডারের ভুল গোল খেয়েছিল বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে গোল করে তিনি যেন ওই ভুলের প্রায়শ্চিত্ত করেন। দলকে জয়ের আশা দেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...