রপ্তানিকারকদের জন্য ৫০ পয়সা বাড়লো ডলারের দর

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ৮:০০ অপরাহ্ণ

বর্তমান নিয়মানুসারে, ব্যাংকগুলো যে দরে ডলার কিনছে, বিক্রির সময় তার চেয়ে সর্বোচ্চ এক টাকা বেশি নিতে বলা হয়েছে তাদের।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সভায় সিদ্ধান্ত হয়, নতুন নিয়মে আন্তঃব্যাংক বাজারে ডলারের দর ১০৯ টাকা অতিক্রম করতে পারবে না।

যেমন কোনো ব্যাংকের ডলার কেনার গড় খরচ ১০৭.৫০ টাকা হলে, তারা সর্বোচ্চ ১০৮.৫০ টাকায় তা বিক্রি করতে পারবে। কিন্তু, গড় খরচ ১০৮.৭০ টাকা হলে, বিক্রির সময় সর্বোচ্চ নিতে পারবে ১০৯ টাকা।

এর আগে গত ৩১ মে সিদ্ধান্ত হয় প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের ডলারে আরও ৫০ পয়সা দেয়া হবে। আর রপ্তানি আয়ে বাড়বে ১ টাকা।

ফলে রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের নতুন দর দাঁড়ায় যথাক্রমে ১০৮.৫০ ও ১০৭ টাকায়।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাফেদা জানিয়েছে, সরকারের ২০.৫ শতাংশ প্রণোদনাসহ প্রবাসীরা তাদের পাঠানো প্রতি ডলারের দাম পাবেন ১১১.২৫ টাকা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...