খেলাধুলা মানুষকে সুস্থ রাখে : ডেপুটি স্পিকার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ জুলাই ২০২৩, ৯:১৬ অপরাহ্ণ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, গ্রামপর্যায়ে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার একটা অংশ।

তিনি বলেন, ‘দেশেরবিভিন্ন জেলা-উপজেলা থেকে যারা দাবা খেলায় প্রতিনিধি হয়ে এসেছেন, তারা এই খেলাকে গ্রামপর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই তারা গ্রামপর্যায়ে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এটা স্মার্ট বাংলাদেশ গড়ার একটি অগ্রযাত্রা।’

খেলোয়াড়দের প্রতি তিনি বলেন,‘দাবা খেলায় মেধা,বুদ্ধি ও কৌশল দিয়ে যেভাবে বিজয়ী হবে, তেমনি মেধা ও কৌশল দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

সোমবার (৩ জুলাই) দুপুরে পাবনার সাঁথিয়ায় দৌলতপুর যুবসমাজের উদ্যোগে শহীদ শেখ রাসেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে মরহুম অধ্যাপিকা লুৎফুন্নেসা স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান। সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের নেতা জাহিদুল আলম নয়ন।

ডেপুটি স্পিকার আরো বলেন,‘যেকোনো খেলাধুলা মানুষের সুস্থতা এনে দেয়, দক্ষতা বাড়ে। ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বনের পথ প্রশস্ত করে।’

এ সময় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোহেল রানা খোকন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা, সম্পাদক প্রভাষক এম এ হাই, দৌলতপুর যুবসমাজের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুম মোল্লা, রাকিবুল আলম সুজন, মিষন, শাওন প্রমুখ উপস্থিত ছিলেন। এরপরডেপুটি স্পিকার সাঁথিয়া কানাগলিতে পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো) ও অ্যাসিস্ট্যান্স ফর সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড অ্যাক্টিভিটিসের বাস্তবায়নে সাঁথিয়া চক্ষু হাসপাতালে বিনামূল্যে ২০জন রোগীর চোখের ছানি অপারেশন উদ্বোধন করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...