জয় দিয়ে উইম্বলডন শুরু জোকোভিচের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ জুলাই ২০২৩, ১২:৩৭ অপরাহ্ণ

টেনিসে সফলতম খেলোয়াড়দের একজন নোভাক জোকোভিচ। সার্বিয়ান এ তারকা কিছুদিন আগেই জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। আর তাতে ছুঁয়েছেন স্মরণীয় এক মাইলফলক, ছাড়িয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে। এবার সে রেকর্ডকে আরো একধাপ এগিয়ে নেওয়ার মিশনে নেমেছেন। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বল্ডনে জয় দিয়ে যাত্রা শুরু করেছেন তিনি। প্রথম দিনে আর্জেন্টাইন প্রতিপক্ষকে হারিয়েছেন ৬-৩, ৬-৩, ৭-৬ সেটে।

ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে টেনিসে পুরুষ এককে সবথেকে গ্র্যান্ড স্লামের মালিক এখন জোকোভিচ। রোলা গ্যারোতে চ্যাম্পিয়ন হয়ে তিনি নিশ্চিত করেন নিজের ২৩তম শিরোপা। ফলে ছাড়িয়ে গেছেন স্প্যানিশ কিংবদন্তি নাদালকে।

ম্যাচ জিতে সার্বিয়ান এ টেনিস তারকা বলেন, উইম্বলডনের থেকে ভালো জায়গা আর হয় না। ইতিহাস এবং ঐতিহ্যের মিলন হয় এখানে। এর আগেও আমি বারবার বলেছি। আমার স্বপ্ন ছিল উইম্বলডনে খেলতে আসা এবং জেতা। সেই স্বপ্ন ২০১১ সালেই পূরণ হয়ে গেছে। প্রতি বছর ফিরে আসি সেই স্বাদ ফিরে পেতে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...