চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বাচ্চু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ জুলাই ২০২৩, ১২:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চুকে। সোমবার (৩ জুলাই) দিনগত রাতে গণভবনে দলটির মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৮ জুন ২০তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল, ৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই, প্রতীক বরাদ্দ ১৩ জুলাই। সব কেন্দ্রে ইভিএমে ব্যবহার হবে।

আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আফছারুল আমীনের চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত ৪ জুন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ- সদস্য মো. আফছারুল আমীন গত ২ জুন মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ আসনটি উক্ত তারিখে শূন্য হয়।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...