ইতালিতে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৭ জুলাই ২০২৩, ৬:১১ অপরাহ্ণ

ইতালির মিলানে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার রাতের অগ্নিকাণ্ড সম্পর্কে ফায়ার ব্রিগেড টুইটারে জানিয়েছে, অগ্নিনির্বাপণ কর্মীরা বেশ কয়েকজনকে বাঁচাতে পেরেছে। কর্মীরা দ্রুত ভবনটি খালি করতে সমর্থ হয়েছিল। তারপরও ছয়জন নিহত হয়েছেন। ধোঁয়ায় শ্বাসকষ্ট হওয়ায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার ব্রিগেড জানায়, অগ্নিকাণ্ডের কারণ অজানা। নিহতদের মধ্যে পাঁচজনই নারী, যাদের বয়স ৬৯ থেকে ৮৭ বছর বয়সের মধ্যে। ষষ্ঠ ব্যক্তির বয়স ৭৩ বছর। এজিআই বার্তা সংস্থা এমনটি জানিয়েছে।

এদিকে, এএফপির এক আলোকচিত্রী দেখতে পান, ভুক্তভোগী দুজনের মরদেহ তিনতলা ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে। ইতালির শহরটির দক্ষিণ অংশের ওই ভবনে ২১০ জনের বাস ছিল বলে জানা গেছে।

মিলানের মেয়র জিউসেপ্পে সালা এনএসএ বার্তা সংস্থা জানিয়েছে দুই নারীর একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে মনে হচ্ছে। তারা দুজনই এই অগ্নিকাণ্ডে মারা গেছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...