বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারসহ নিহত ৪

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩, ১:১৬ অপরাহ্ণ

বগুড়ার আদমদীঘিতে দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের মুরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাক চালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

আদমদীঘি থানার এসআই আলমগীর হোসেন জানান, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাক চালক ও মালিক মোস্তাক আলী। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন হতাহত হন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। আর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...