প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে স্ত্রীসহ আরাফাত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ৭:১৩ অপরাহ্ণ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সস্ত্রীক গণভবনে গিয়েছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাইকেল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত বর্তমানে গণভবনে অবস্থান করছেন। তিনি এখনও গণভবন থেকে বের হননি।

গণভবনের একটি সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে স্ত্রীসহ গণভবনে প্রবেশ করেছেন মোহাম্মদ এ আরাফাত। গতকাল রাতে তিনি আওয়ামী লীগ সভাপতির সঙ্গে একবার দেখা করেন। এসময় প্রধানমন্ত্রী আজ বিকেলে স্ত্রীসহ সাক্ষাতের সময় দেন।

সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে বিজয়ী হয়েছেন তিনি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...